জগন্নাথপুরে এগিয়ে চলছে আঞ্চলিক মহা সড়কের কাজ

 

জগন্নাথপুর প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্রæত এগিয়ে চলছে আঞ্চলিক মহা সড়কের সংস্কার কাজ। এতে ভূক্তভোগী জনতার মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে সংস্কার কাজে সামন্য অনিয়মের অভিযোগ করেছেন জনতা।

জানাগেছে, ৮৩ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহা সড়কের জগন্নাথপুর থেকে ডাবর পর্যন্ত ২২ কিলোমিটার সংস্কার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স লিমিটেড। চলতি বছরের গত ৮ মার্চ কার্যাদেশ পেয়ে গত ১৬ এপ্রিল থেকে সড়কে কাজ শুরু হয়। দ্রæত এগিয়ে চলছে সংস্কার কাজ। এর মধ্যে জগন্নাথপুর পৌর শহরের ভেতরে দেড় কিলোমিটার আরসিসি কাজের সাব ব্যাসের কাজ চলছে।

৬ মে রোববার সরজমিনে দেখা যায়, ১ থেকে ৩ ফুট পর্যন্ত পুরনো সড়ক গর্ত করে তাতে বালি মাটি ফেলা হচ্ছে। বালি মাটি ফেলে গর্তগুলো ভরাট করে তাতে ফেলা হচ্ছে আবারো ইটের সুরকি মিশিয়ে বালি মাটি। পরে রোলার মেশিন দিয়ে তা বসানো হচ্ছে।

এ ব্যাপারে ব্যবসায়ী সিদ্দিকুর রহমান তালুকদার সহ উপস্থিত জনতাদের মধ্যে অনেকে অভিযোগ করে বলেন, পুরো গর্তে সুরকি মেশানো বালি ফেলার কথা থাকলেও শুধু বালি মাটি দিয়ে গর্ত ভরাট করা হচ্ছে এবং পরে সামান্য ইটের সুরকির সাথে বালি মাটি ছিটিয়ে ফেলা হচ্ছে। তাই মান সম্পন্ন কাজ করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার হারুনুর রশীদ ও একাউন্টেন্ট জামাল উদ্দিন বলেন, কার্যাদেশ অনুযায়ী কাজ হচ্ছে। এখানে কোন অনিয়ম হচ্ছে না। মাত্র ১ ফুট গর্ত করে সাব ব্যাসের কাজ করার কথা থাকলেও অনেক স্থানে মাটি ভাল না থাকায় ২ থেকে ৩ ফুট গর্ত করতে হচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১৫ মে এর মধ্যে আরসিসি কাজ শুরু হবে এবং নির্ধারিত সময়ের আগেই পুরো সড়কের কাজ শেষ হয়ে যাবে।