অধ্যাপক জাকির হোসেনের রোগমুক্তি কামনায় ২৩নং ওয়ার্ডে দোয়া মাহফিল

করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের রোগমুক্তি কামনায় ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নগরীর মাছিমপুরস্থ জামেয়া মাছুমিয়া ইসলামিয়া মাদরাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজিম উদ্দিন কাশেমী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর মোস্তাক আহমদ, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আহমদ কবির, মাওলানা শিব্বির আহমদ, শাহাব উদ্দিন, আব্দুল মছব্বির, আনোয়ার হোসেন শিবলু প্রমুখ।