নব গঠিত আ’লীগ নেতৃবৃন্দকে যুবলীগ নেতা বিপ্লব দাসের উদ্যোগে সংবর্ধনা প্রদান

সিলেট মহানগর আওয়ামীলীগের নব নির্বাচিত নেতৃবৃন্দদের সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার রাত ৮টায় সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক উপ বিভাগীয় সম্পাদক ও সিলেট মহানগর যুবলীগ নেতা বিপ্লব দাস এর উদ্যোগে তার নিজ বাসভবনে এ সংবর্ধনা দেওয়া আওয়ামীলীগ নেতৃবৃন্দকে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ালীগের উপদেষ্টা বিধান কপালী, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক এড. সৈয়দ শামীম, আইন সম্পাদক এড. বেলাল আহমদ, ত্রান ও সমাজকল্যান সম্পাদক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান এবং সদস্য এড মোঃ জাহিদ সারোয়ার সবুজ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এড. মোস্তফা দেলোয়ার আজহার, তজমুল হোসেন, কালী কুমার রায়, রেজানুর রহমান সেলিম, আব্দুল হান্নান, সুমন রায় তালুকদার, সুজন দাশ, বাবলা আহমদ বাবলা, রুমেল আহমদ, বিশ্বজিৎ দাস, হারুনুর রশীদ হারুন, মিটন কপালী, মফিজুর রহমান মনু, রিকন পাল, বিজয় দত্ত, জুয়েল তালুকদার, এম.রশিদ আহমদ, মিজান আহমদ পারভেজ, শেখ আলী আশরাফ সোহেল, সুদীন তালুকদার, টিপু দত্ত পুরকায়স্থ, বিদ্যুৎ ভূষন দেব, বিপ্লব দেব, গোবিন্দ দাস, রিপন দেব, সোহেল মিয়া, দীপক পাল, আফজাল হোসেন, সুজন তালুকদার, রাজীব পাল, শামীম আহদম, আকিল অপু, একে.এম.সাজু, খোকন আহমদ খোকা, রিয়াদ আহমদ, সমীর চৌধুরী, হাবিব তালুকদার, বিজিত দাস, মৃনাল কান্তি দাস, নাঈম ইসলাম, কিশোর দে বাপন, রাজেশ সরকার, লিমন দেব, মৃন্ময় দাস ঝুটন, মিফতাউল হোসেন(লিমন), এড. দিদার আহমদ, সায়েদ আহমদ, বিপ্লব কপালী, জামিল আহমদ, নিক্সন দাশ, ঝলক রায়, নাঈম খান, রাহুল কপালী, বাপ্পী ভট্টাচার্য্য, নরেশ সরকার, মেহেদি আজাদ চৌধুরী, শুভ্র সরকার, মাহমুদুল হাসান মনির, রাসেল মিয়া, ফয়েজ আহমদ, সাব্বির আহমদ জামাল আহমদ সহ প্রমুখ।