শাহপরাণ (রহঃ) প্রেসক্লাব নেতৃবৃন্দকে বিভিন্ন মহলের অভিনন্দন

 

নিজস্ব প্রতিবেদক :: সিলেট শহরতলির শাহপরাণ এলাকায় নবগঠিত শাহপরাণ (রহ.) প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেছেন, নবগঠিত শাহপরাণ (রহ.) প্রেসক্লাব নেতৃবৃন্দের সুযোগ্য নেতৃত্বে শাহপরাণ এলাকার সাংবাদিকদের মহান পেশা আরো জোড়ালো হবে।

বিবৃতিদাতারা হলেন, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার আনোয়ার হোসেন আনু, বদরুল ইসলাম আজাদ, কবির আহমদ, আলী আহমদ জাকেল, সংরক্ষিত মহিলা মেম্বার সাজেদা বেগম, খাদিম চৌমুহনী বাজার কমিটির সভাপতি আবদুল আজিদ, সহ সভাপতি মঞ্জুর আহমদ আপ্তাব, সমাজসেবী সোহেল আহমদ, শেখর রঞ্জন দাশ, ফিরোজ মিয়া, কালা মিয়া, শামীম আহমদ, আবদুস সামাদ, আবদুল ছালাম হাফিজ, লোকমান আহমদ ও বাবুল আহমদ।

প্রসঙ্গত, তিনশত ষাট আউলিয়ার অন্যতম হযরত শাহপরান (রহঃ) এর স্মৃতি বিজড়িত শাহপরান (রহঃ) থানা এলাকার গণমাধ্যম কর্মীদের একছাদের নিচে নিয়ে আসার লক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে শাহপরান (রহঃ) প্রেসক্লাব। ১৯ জানুয়ারি বিকেলে শাহপরান গেইটস্থ একটি বেসরকারি স্কুলের সভাকক্ষে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক সভায় কমিটি গঠনের মাধ্যমে শাহপরান (রহঃ) প্রেসক্লাব যাত্রা শুরু করে।

সভায় সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি- জয়নাল আবেদীন, সিনিয়র সহ সভাপতি আফজাল হোসেন, সহ সভাপতি সাদিকুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ রাজু, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, কোষাধ্যক্ষ আতিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপি আক্তার মিতু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম ফাহিম, দপ্তর সম্পাদক ফাহিমা বেগম, সদস্য আবু জাফর জাহাঙ্গির, ফয়সল আহমদ ও মামুন আহমদ চৌধুরী।

সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের স্থানীয় পর্যায়ের এ সংগঠনকে সুচারুরূপে পরিচালনার লক্ষে প্রশাসন, জনপ্রতিনিধি, সিনিয়র সাংবাদিক ও স্থানীয় সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। শাহপরান (রহঃ) থানা এলাকাধীন গণমাধ্যমকর্মীদের স্বার্থ রক্ষায় জোরালো ভূমিকা পালনেরও অঙ্গিকার করে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ।