অধ্যাপক জাকির হোসেনের রোগমুক্তি কামনায় ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের মিলাদ ও দোয়া

করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অধ্যাপক জাকির হোসেন এর রোগমুক্তি কামনায় বুধবার বাদ জোহর ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়। পাশাপাশি ১৩ নং ওয়ার্ড আওমালী লীগের সহ-সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনেরও রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন পূর্ব কাজির বাজার জামে মসজিদের ইমাম আব্দুল হাছিব। দোয়ায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করা হয়। মহান আল্লাহর নিকট মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের করোনা থেকে দ্রুত আরোগ্য কামনা করা হয়।এছাড়া ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনের আশু রোগমুক্তি কামনা করা হয়। দোয়ায় মহামারি করোনায় নিহত সকলের আত্মার মগাফিরাত কামনা করা হয় এবং অসুস্থ সকলের রোগ মুক্তি কামনা করা হয়।

উক্ত মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণে উপস্থিত ছিলেন, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হাসান, মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পদক রজত কান্তি গুপ্ত, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিক আহমদ, মো. কিবরিয়া খাঁন, মো. আব্দুল আলীম, জাহিদ আলম ছাব্বির, দিলোয়ার হোসেন, ১৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আরফিন হাসান, রকি ছাত্রলীগ নেতা জুবের চৌধুরী সহ স্থানীয় এলাকাবাসী, ব্যাবসায়ী দোয়ায় উপস্থিত ছিলেন।