সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের ৪র্থ বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলন শুক্রবার

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের ৪র্থ বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলন আগামী ২২ জানুয়ারি শুক্রবার সিলেটের ঐতিহ্যহাসিক রেজিষ্টারী মাঠে অনুষ্ঠিত হবে। ঐ দিন বিকেল ২টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে উক্ত তাফসীরুল কুরআন মহাসম্মেলন।
এতে প্রধান অতিথি থাকবেন আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন হযরত মাওলানা তাফাজ্জুল হক আজীজ ঢাকা, বিশেষ অতিথি থাকবেন হযরত মাওলানা মুফতি রাফী বিন মুনীর ঢাকা, প্রধান বক্তা থাকবেন হযরত মাওলানা জামাল উদ্দিন আজমী আজমীরগঞ্জী, হযরত মাওলানা মিনহাজুল ইসলাম আরেফী হবিগঞ্জী। এছাড়াও দেশ-বরেণ্য উলামায়ে কেরামগণ তাফসীর পেশ করবেন।
এতে যৌথভাবে সভাপতিত্ব করনে জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী, শায়খুল হাদীস আল্লামা আব্দুল মতিন ধনপুরী, হযরত মাওলানা রেজাউল করিম জালালী, আলহাজ্ব শেখ মো. মখন মিয়া চেয়ারম্যান, সিলেট ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফীজ মৌলভী ক্বারী মঈনুল ইসলাম আশরাফী।
উক্ত তাফসীরুল কুরআন মহাসম্মেলন সফল ও স্বার্থক করে তুলতে ধর্মপ্রাণ সকল মুসলমানদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফীজ মৌলভী ক্বারী মঈনুল ইসলাম আশরাফী ও সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম। বিজ্ঞপ্তি