‌সি‌লে‌টের ৫ সিআ‌ইপি‌কে মহানগর ব‌্যবসায়ী স‌মি‌তির অ‌‌ভিনন্দন

বাংলা‌দে‌শের অর্থনী‌তে‌ অসামান‌্য অবদান রাখায় বাংলা‌দেশ সরকার কর্তৃক সিআই‌পি ম‌নোনীত করায় সি‌লে‌টের ৫ ব‌্যবসায়ী‌কে অ‌ভিনন্দন জা‌নি‌য়ে‌‌ছেন সি‌লেট মহানগর ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ।

শ‌নিবার স‌মি‌তির আহ্বায়ক মো. নজরুল ইসলাম ও সদস‌্য স‌চিব কিব‌রিয়া হো‌সেন নিঝুম এক যুক্ত অ‌ভিনন্দন বার্তায় সি‌লে‌টের সিআই‌পি আল- হারামাইন গ্রু‌পের চেয়ারম‌্যান মোহাম্মদ মাহতাবুর রহমান না‌সির, সীমার্ক গ্রু‌পের প‌রিচালক ও সত্ত্বা‌ধিকারী কামাল আহ‌মেদ ও বিলাল আহমদ এবং প্রিমিয়াম ফিস এন্ড এ‌গ্রো ইন্ডা‌ষ্ট্রিজ লি. এর চেয়ারম‌্যান ক‌ল্লোল আহ‌মেদ ও তার স্ত্রী মারুফা আহ‌মেদ‌কে সি‌লেট তথা বাংলা‌দে‌শের ব‌্যবসা বা‌ণি‌জ্যে অভূতপূর্ব সাফল‌্য অর্জন করায় ফু‌লেল শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন জানান। নেতৃবৃন্দ আ‌রো ব‌লেন, এই অর্জনে আমরা তথা সি‌লেটব‌াসী গ‌র্বিত । আগামী দি‌নেও ব‌্যবসা বা‌‌ণি‌জ্যে সি‌লে‌টের সুনাম বৃ‌দ্ধি‌তে উ‌ল্লে‌খিত ব‌্যক্তিগণ অবদান রাখ‌বেন ব‌লে আমরা আশা ক‌রি। নেতৃবৃন্দ ‌সিলে‌টের ‌নির্বা‌চিত ৫ সিআই‌পির দীর্ঘায়ু ও উজ্জল ভ‌বিষ‌্যত কামনা ক‌রেন।