সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটিতে মেয়র আরিফ, যুবদলের অভিনন্দন ও মিষ্টি বিতরণ

গঠিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি সিলেট বিভাগের আহ্বায়ক মনোনীত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে অভিনন্দন জানিয়ে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই রোডস্থ এলাকায় এই আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়।

মহানগর যুবদলের সিনিয়র নেতা মন্তাজ হোসেন মুন্নার সভাপতিত্বে ও মহানগর যুবদল নেতা মহি উদ্দিন মানিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সুলতান আহমদ বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুবদল নেতা খোকন আহমদ, আফরুজ আহমদ, জগলুল হোসেন, জমির আলী, মুকুল আহমদ, মিন্টু আহমদ, আকাশ আহমদ, শাহ আলম, আশিক আহমদ, মাজহার মাহিন, মিলাদ আহমদ।
আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ দায়িত্ব পাওয়া শুধু বিএনপি পরিবার নয়, সারা সিলেটবাসী আজ আনন্দিত। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। আজ তার সুযোগ্য সহধর্মিনী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে ক্ষমতায় দেখতে চায় এদেশের জনগণ। নেতৃবৃন্দ সিটি মেয়র আরিফুল হকের সুস্থ্যতা ও দার্ঘায়ু কামনা করা হয়। বিজ্ঞপ্তি