বিজয় দিবসে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) সিলেট বিভাগের নেতৃবৃন্দ। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা জানান তারা।

শ্রদ্ধা নিবেদকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) এর সিলেট বিভাগের আহ্বায়ক বিপিডিএ চিকিৎসক নান্টু দেবনাথ, বিপিডিএ চিকিৎসক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আলম আহমদ, বিপিডিএ চিকিৎসক জুবায়ের আহমদ জুবেল প্রমুখ। সংগঠনের সিলেট বিভাগের প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিপিডিএ চিকিৎসক ডা. কে. এম. এম. আলী আকবর। এসময় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও লাখো বাঙালি শহীদানদের আত্মার শান্তি কামনা করেন। বিজ্ঞপ্তি