মহান বিজয় দিবসে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শ্রদ্ধাঞ্জলি অর্পন

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, সাইদুর রহমান এপলু, আব্দুস সালাম ফারুক, সামসুল হক লিটন, অধর সিংহ, শ্যামল দেবনাথ, বদরুল হক, আব্দুল কাইয়ূম, আব্দুল হান্নান প্রমুখ।