মহান বিজয় দিবসে সিলেট ফ্রিডম ক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
বুধবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়। সিলেট ফ্রিডম ক্লাবের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও সালাম। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজ বাঙালী জাতীয় জীবনের সবচেয়ে আনন্দঘন দিন। ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের বছর পূর্ণ হল আজ। মুক্তির জয়গানে মুখর কৃতজ্ঞ বাঙালি শ্রদ্ধাবনত চিত্তে আজ স্মরণ করবে জাতির শ্রেষ্ঠ সন্তান অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের।’৫২-র ভাষা আন্দোলন, ’৫৪-র নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ’৫৭-র স্বায়ত্তশাসন দাবি, ’৬২ ও ’৬৯-এর গণআন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালের মার্চে দুরন্ত বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তির সংগ্রামে।তরুণ প্রজন্মকে তাই শপথ নিতে হবে, মহান মুক্তিযোদ্ধাদের ত্যাগ যেন বৃথা না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নতুন মুক্তিসংগ্রামের সেনানী হয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। সিলেট ফ্রিডম ক্লাব একটি সামাজিক স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন। অর্থায়নে তালুকদার ফাউন্ডেশন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক, নাট্যকার ও অভিনেতা,মোঃ ইমতিয়াজ কামরান তালুকদার, সিলেট ফ্রিডম ক্লাবের সাধারণ সম্পাদক কামাল আহমেদ দূর্জয়,সিলেট ফ্রিডম ক্লাবের সাংগঠনিক মো. আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. রকিব আলী, আলহাজ্ব আব্দুর রশিদ, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল,সমাজ সেবক এনামুল ইসলাম, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী,আব্দুল মুমিন, মো: মাহমুদ শফিক চৌধুরী, শেখ আব্দুল মজিদ, মোঃ আল ইমরান,ফরহাদ আহমদ মাসুম, সুপ্তা চৌধুরী,প্রীতি কুসুম মিত্র,মো: জুনেদ আহমদ, লায়েজ আহমদ, আরিফ হোসেন, কামরুল ইসলাম,শারমিনআক্তার, সৈয়দা সুরাইয়া জামান,ফারহানা বেগম হেনা প্রমুখ।