শহীদ বুদ্ধিজীবী দিবস জেলা ও মহানগর জাসদের শ্রদ্ধা নিবেদন

সিলেটের বুদ্ধিজীবী গোবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। গতকাল এই শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, জেলা জাসদ নেতা মহিউদ্দিন আহমেদ, মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব চৌধুরী,নেপাল দাশ, মকবুল হোসেন প্রমুখ।