ইবেন অল জেন্স কাপড়ের অভিজাত শো-রুম উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথি জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের উপ-পরিচালক ডাঃ আরমান আহমদ শিপলু বলেন, ”বর্তমান এই করোনা মহামারি মোকাবিলার পরিস্থিতিতে মুক্তবাজার অর্থনীতির দুর্বলতাগুলো প্রকট হয়ে আমাদের সামনে চলে এসেছে। প্রকৃতি নিজেই এখন নিজেকে শুদ্ধ করছে। একটি ব্যবসা কীভাবে সাজানো হবে, তার উপরই নির্ভর আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উপর ও সত্যতার মাধ্যমে। বর্তমান যুগের সাথে পাল্লা দিয়ে সমাজের চাহিদা পূরণে ইবেন অল জেন্স কাপড়ের অভিজাত শো-রুম।
গতকাল ইবেন অলের জেন্স কাপড়ের অভিজাত শো-রুম ওয়েষ্ট ওয়াল্ড শপিং সিটির ২য় তলায় শুভ উদ্ভোধনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েষ্ট ওয়াল্ড শপিং সিটির ম্যানেজিং ডিরেক্টর লায়েক আহমেদ চৌধুরী, মেডিকেয়ার বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর মো. সবুজ রানা, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ড্রোন আবিষ্কারকদের টিম লিডার সৈয়দ রেজুয়ানুল হক নাবিল, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার মুক্তা, ইবেন অল এর স্বত্তাধিকারী রায়হান ইসলাম ও বাদল চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েস্ট ওয়াল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির আলী, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার এষ, সহ-সভাপতি সাহেদ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সাহেদ আহমেদ, অভি আহমেদ, মোস্তফা মাহমুদ, কাওসার আহমেদ সুজন, শাহ লতিফ, মাহিদুল আলম, অলি আহমেদ সুজন, রনি, কিবরিয়া, মোরশেদ আহমেদ, শাকিল, সাহেদ, ফরহাদসহ মার্কেটের ব্যবসায়ী অতিথিবৃন্দ।