ভাস্কর্য প্রশ্নে সমঝোতা মাঝামাঝি অবস্থান পরিহার করার দাবীতে জাসদ জেলা ও মহানগর শাখার মানব্বন্ধন

সংবিধান ও ভাস্কর্য প্রশ্নে ছাড়, সমঝোতা, মাঝামাঝি অবস্থান পরিহার করা ও রাষ্ট্রোদ্রোহী রাজনৈতিক মোল্লা, ফতোয়াবাজ, ধর্ম ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবীতে দেশব্যাপী জাসদের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক মানব্বন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা জাসদ নেতা মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্ব ও মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কে, এ, কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মহানগর জাসদ নেতা মো. সাইফুল ইসলাম, জেলা জাসদের সাংগঠনিক আবুল হাসিব চৌধুরী, মহানগর সাংগঠনিক সম্পাদক তবারক হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনির, প্রচার সম্পাদক নেপাল দাস, মোস্তফা জামাল, আরমান আহমেদ, উসমান গনি প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন রাজাকার, রাজনৈতিক মোল্লা, ফতোয়াবাজদের কাছ থেকে নতুন করে ইসলাম শিখতে হবে না। জামায়াত, মুসলিম লীগ, নেজামে ইসলামী, হেফাজত, খেলাফত মজলিশ, বাবুনগরী, মামুনুল, চরমোনাই পীরের মতো রাজনীতিক মোল্লা, ধর্মব্যবসায়ী, ফতোয়াবাজ, তেঁতুলমার্কা হুজুরদের জন্মের কয়েকশ’ বছর আগে থেকেই দেশের মানুষ মুসলমান।
বঙ্গবন্ধুকে মানি, কিন্তু ভাস্কর্য মানি না—এই কথা বলে রাজনৈতিক মোল্লারা তাদের কথার সুর পাল্টালেও এদের ছাড় পাওয়ার, পার পাওয়ার কোনও সুযোগ নেই। সংবিধান-ভাস্কর্যের বিষয়ে কোনও ছাড়, সমঝোতা, আপস বা মাঝামাঝি কোনও পথ নেই। সংবিধানের কোনও বিকল্প নেই, ভাস্কর্যেরও কোনও বিকল্প নেই। বাংলাদেশ সংবিধান অনুযায়ী চলবে, আর ভাস্কর্যও থাকবে।