বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএসএসএফ সিলেট’র সভা

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২০
বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএসএসএফ সিলেট’র সভা

 

মামুন চৌধুরী:: মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন (বিএসএসএফ) সিলেট জেলা শাখার প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে সিলেট শহরতলীর মেজরটিলাস্থ নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় করোনা পরিস্থিতিতে সবধরনের স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবসে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন (বিএসএসএফ) সিলেট জেলা শাখার সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুলেমান হোসেন চুন্নু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সভাপতি মুরাদুল হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান তারেক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের কোষাধক্য মোঃ আব্দুল মান্নান, প্রচার সম্পাদক আলমগীর মো: রাসেল, সহ-প্রচার সম্পাদক রাসেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নাইম উদ্দিন, দপ্তার সম্পাদক, আবু সুফিয়ান, ত্রাণ বিষয়ক সম্পাদক রিয়াদ আহমদ মিনহাজ, সমাজ কল্যাণ সম্পাদক জুনেল আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারজান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা রোকসানা পারভিন (রুকু) প্রমূখ।