জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১২টি টিউবওয়েল স্থাপন সম্পন্ন

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২০
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১২টি টিউবওয়েল স্থাপন সম্পন্ন

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া’র অর্থায়নে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়নের ১২টি অসহায় ও হতদরিদ্র জনসাধারণের বাড়িতে চলতি মাসে টিউবওয়েল স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। প্রত্যেকটি বাড়িতে একাধিক পরিবার রয়েছে যারা বিশুদ্ধ পানি পান থেকে বঞ্চিত ছিলো।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট ২০০৯ সাল থেকে অত্র অঞ্চলে ডীপ টিউবওয়েল সহ প্রায় চার শতাধিক টিউবওয়েল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার ৮ ডিসেম্বর প্রত্যেকটি টিউবওয়েল স্থাপন শেষে বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ।