বিএমবিএফ এর কেন্দ্রীয় সহকারি প্রবাসী সম্পাদক হলেন সিলেটের আরাফাত

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) এর জাতীয় নির্বাহী কমিটির সহকারি প্রবাসী সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন সিলেটের কৃতি সন্তান ইমতিয়ার হোসেন আরাফাত। তিনি সিলেট নগরীর কামালগড় কালিঘাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আবুল হোসেন হারুনের ছেলে।

গত ১০ অক্টোবর বিএমবিএএফ এর কেন্দ্রীয় চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া এর অনুমোদনক্রমে ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এম সাইফুর রেজা স্বাক্ষরিত এক পত্রে ইমতিয়ার হোসেন আরাফাতকে আন্তর্জাতিক সহকারী প্রবাসী সম্পাদক পদে মনোনীত করা হয়।

উল্লেখ্য, ইমতিয়ার হোসেন আরাফাত দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। সেই ধারাবাহিকতায় তিনি বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন। বিজ্ঞপ্তি