করোনা ভাইরাস সচেতনতায় জেলা ও মহানগর জাসদের মাস্ক বিতরণ

করোনা ভাইরাস কভিড-১৯ এর ২য় ঢেউ অতিক্রম করছে তাই জনসাধারণ কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট নগরীতে মাস্ক বিতরণ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট জেলা ও মহানগর জাসদ নেতৃবৃন্দ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নগরীর পথচারী জনসাধারণের মধ্যে সিলেটের টুকের বাজার জেল রোড সহ বিভিন্ন জায়গায় মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেন তারা।
মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণকালে উপস্থিত ছিলেন, টুকের বাজার ইউপি চেয়ারম্যান শহিদ আহমেদ, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব চৌধুরী, জেলা জাসদের অন্যতম নেতা মহিউদ্দিন আহমেদ।  আজকের এই জনসচেতনতামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ।