কমরেড আবুল হোসেনের প্রতি সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির শেষ শ্রদ্ধা নিবেদন

ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সাবেক সভাপতি, শ্রমিক নেতা কমরেড আবুল হোসেনকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সিলেট জেলার নেতৃবৃন্দ।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কমরেড আবুল হোসেনের মরদেহে প্রতি সম্মান জানিয়ে এই শ্রদ্ধা জানান তারা।

শেষ শ্রদ্ধাজ্ঞাপনকালে উপস্থিত ছেলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সিলেট জেলার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিরাজ আহম্মেদ, সাধারণ সম্পাদক ডা. হরি ধন দাস, মো. জসিম উদ্দিন, মো. শাহিন মিয়া, তানবীর আহম্মেদ প্রিন্স, রাজু আহম্মেদ, রুহুল আমিন, জীবন মুন্ডা, রোমন মুন্ডা, জুমন মুন্ডা প্রমুখ।