ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সাবেক সভাপতি আবুল হোসেনের মৃত্যুতে জাসদের শোক

ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট জেলা ও মহানগর।
আজ ১৯শে নভেম্বর বিকাল ৫ টায় সিলেট এম.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহ………..রাজিউন)।

আবুল হোসেনের মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে আমরা গভীর শোকাহত ও মরহুমের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সিলেট মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এ তথ্য নিশ্চিত করেন।