তীর খেলার জুয়াড়িকে আটকে সাহায্য করায় মঞ্জু আহমদের ভাই দিপুকে গ্রেফতারের অভিযোগ!

ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর মাছিমপুরে ভারতীয় শিলং তীর খেলায় মিজানের জুয়ার আস্তানা থেকে ৩ জুয়াড়িকে আটক করতে সাহায্য করায় পূর্ব বিরোধের জের ধরে মঞ্জু আহমদের ছোট ভাই আবুল কালাম দিপুকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ উঠেছে।
আমার ভাই একজন সৎ ব্যবসায়ী। জোয়ার বোর্ড থেকে ৩ আসামীকে গ্রেফতার করতে সাহায্য করায় তাকে ষড়যন্ত্রমূলক মামলা ফাঁসানো হয়েছে এমন দাবী করছেন আবুল কালাম দিপুর বড় ভাই মঞ্জু আহমদ।
জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বুধবার নগরীর চালিবন্দরে তীর খেলার জুয়ার আস্তানা মিজানের বোর্ডে অভিযান চালিয়ে সুমন, মামুন ও সানি নামের ৩ জুয়াড়িকে আটক করে পুলিশ। ঐ সময় স্থানীয় বাসিন্দাদের সাথে যুব সমাজের সদস্য মঞ্জু আহমদ জুয়াড়িদের আটক করতে পুলিশকে সহযোগিতা করায় ঐ দিন সন্ধ্যা ৬টার দিকে আটকদের পক্ষে মাছিমপুরে মঞ্জুর মিয়ার ব্যবসা প্রতিষ্ঠা অপি স্টোরে প্রায় ১৩/১৫ জন সন্ত্রাসী হামলা চালিয়ে মঞ্জু আহমদকে মারাত্মক জখম করে।
এব্যাপারে আবুল কালাম দিপুর বড় ভাই মঞ্জু আহমদ জানান, উক্ত ঘটনার রেশ কাটিয়ে উঠতে না উঠতে আমার ছোট ভাই আবুল কালাম দিপুর বিরুদ্ধে কথিত মিজান ঢাকার শাহবাগ থানায় একটি ষড়যন্ত্রমূলক মাদক মামলা করে (যার নং ২৫০/১৮)। ৮ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে দিপুকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। তিনি জানান, মিজানের জোয়ার বোর্ড উচ্ছেদ করতে পুলিশ সাহায্য করার কারনে কথিত জুয়ার বোর্ডের মূল হোতা মিজান কর্তৃক আমার নিরপরাধ ভাইকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। একের পর এক ষড়যন্ত্রমূলকভাবে মামলা দিয়ে আমাদের পরিবারের সদস্যদের হয়রানী করছে এই মিজান। মিজান জোয়ার বোর্ড নিয়ে আবারো সক্রিয় হয়ে উঠছে। বর্তমানে আমরা পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগছি। এব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করছি।