জেলা ফুল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যানের অভিনন্দন

সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক মাহাবুব জনি সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. আব্দুস সবুর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. আব্দুস সবুর এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, গত সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টায় সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এক আলোচনা সভা সকলের সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি