শারদীয় শুভেচ্ছা জানালেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী কুদ্দুছ আহমদ সুমন

শারদীয় দূর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুঁট থাকার প্রত্যাশা ব্যক্ত করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন ৩নং খাদিম নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী কুদ্দুছ আহমদ সুমন। ২১ অক্টোবর বৃহস্পতিবার এক বার্তায় তিনি বলেন, আবহমান কাল ধরেই এই উপমহাদেশে এই ধর্মীয় উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসছে। যে কোন ধর্মীয় উৎসবই সাম্প্রদায়িক ভেদরেখা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন সূচনা করে। শারদীয় দূর্গাপুজার উৎসব সকলের মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা। আর সিলেট হচ্ছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের এক অনন্য উদাহরণ। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালনের জন্যে সকলের প্রতি আহ্বান জানান তিনি।