রায়হান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এসডিও’র মানববন্ধন

সিলেট বিভাগের আলোচিত সামাজিক সংগঠন সিলেট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর উদ্যোগে ১৫ অক্টোবর বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানবন্ধন অনুষ্ঠিত হয়। সিলেটের আলোচিত বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরদাবী জানান নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি রুহুল আমিন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখলাক হুসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পরিকল্পনা সম্পাদক আসাদুর রহমান চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, সহ-সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ ওয়াহিদুর রহমান, সদস্য ফরহাদ শাহ। মানববন্ধনে আরোও উপস্থিত ছিলেন নবদূত সামাজিক ফোরামের এমডি এম.এ.রহিম, মানবাধিকার পরিবেশ ও সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় সদস্য ফখর উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য অর্থ সম্পাদক শাহিনুর রহমান, সদস্য শফিকুল হক সুমন, সহ-প্রচার সম্পাদক মামুন কবির ও বুরহান উদ্দিন প্রমুখ।