জকিগঞ্জে সেইভ সিলেটের দুইশত খাবার প্যাকেট বিতরণ

সিলবাংলা সংবাদ :: স্বেচ্ছাসেবী সংগঠন সেভ সিলেট এর পক্ষ থেকে মঙ্গলবার জকিগঞ্জে অনেক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।জকিগঞ্জ সরকারী হাসপাতাল, জকিগঞ্জ বাজারে অসুস্থ,হত-দরিদ্র‌ ও পথশিশু এবং শাহ- শাহাবুদ্দিন মাদ্রাসা ও বালাউট দারুল কুরআন মাদ্রাসার এতিমখানায় দুই’শ প্যাকেট খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, সেইভ সিলেটের পার্টনার ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর পারভেজ আলম, ভলান্টিয়ার সুপারভাইজার জাবেদ হোসাইন নিরব, আইটি কো-অর্ডিনেটর আবুল হাসনাত সহ সেইভ সিলেটের স্বেচ্ছাসেবীগণ।