সিলেটের গানের জগতের পরিচিত মুখ সংগীত শিল্পী রুহেল মির্জা

 

মামুন চৌধুরী::সিলেটের গানের পরিচিত মুখ সংগীত শিল্পী মোঃ রুহেল আহমদ মির্জা ১১ই অক্টোবর ১৯৯০ইং সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি দরগা মহল্লা রাজার গল্লিতে স্বরিবারে বসবাস করছেন।

গানে আসার পিছনে সবচেয়ে তার মায়ের ভূমিকাই বেশি। ছোটবেলা থেকেই তিনি গান শিখা শুরু করেন। ২০০৫ সালে গানের শিক্ষক অজিত দেব এর কাছ থেকে প্রাতিষ্ঠানিকভাবে গানের দীক্ষা নিতে শুরু করেন।

ফোক ঘরানার এ শিল্পী ভারত সহ বাংলাদেশের ফেনী, সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের বিভিন্ন স্টেজ প্রোগ্রামে নিয়মিত পারফর্ম করেছেন।

রুহেল মির্জা গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন,
গান গেয়েই সারাজীবন কাটাতে চাই। গানই আমার ধ্যান, গানই আমার, গানই আমার ভবিষ্যত। তিনি যেনো আরো দর্শক শ্রোতাপ্রিয় গান উপহার দিতে পারেন, সেজন্য তার ভক্তসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।