ছাত্রজীবনের অর্জিত শিক্ষাই মানুষের ভবিষ্যৎ পথ চলার গতি নির্ধারণ করে: জাহেদুর রহমান

জীবনের গতিপথ নির্ধারণে মেধাবীদেরকে ছাত্রজীবনের অর্জিত শিক্ষার প্রতি আরো সচেতন হওয়ার আহবান জানিয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ছাত্র জীবনেই আগামীর পথ চলার গতি-প্রকৃতি নির্ধারণ করতে হয়। মেধাকে কাজে লাগিয়ে এসময় ছাত্ররা তাদের জীবনকে শাণিত করে তুলে। এসময় তারা তাদের সম্ভাবনাময় আগামীর প্রস্ফুটিত জীবন নিয়ে কিছু শুকুনি মামাদের কুদৃষ্টির স্বীকার হয়ে গতিপথ নির্ধারণে বিভ্রান্ত হয়। এ কঠিন সময়ে জীবনের গতিপথ নির্ধারণে মেধাবীদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পদাংক অনুসরণ করে আরো সচেতন হতে হবে। একজন প্রকৃত শিক্ষার্থী শিক্ষার আলো দ্বারা শান্তির পথ খুঁজবে। নৈতিক ও ধর্মীয় অনুশাসন না মেনে যারা পড়ালেখা করে তারা বিপথগামী হওয়ার সম্ভাবনা শতভাগ। আর এই বিপথগামীতা তাদেরকে উশৃংখল, বখাটে এবং অন্ধকার পথে নিয়ে যায়। যার ফলাফল আমরা এমসি কলেজে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনা থেকে বুঝতে পারি। আমরা এমসি কলেজে ঘটে যাওয়া এই ঘৃণ্য বর্বরোচিত ঘটনার সুষ্ঠু বিচার চাই। অনতিবিলম্বে ধর্ষকদেরকে বিচারের আওতায় এনে কঠিনতম শাস্তি প্রদান করা হোক। যাতে আর কোনো নারীর প্রতি এরকম ঘৃণ্য বর্বরোচিত আচরণ করার চিন্তাও যেন কারো না আসে।

২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার, সকাল ১১টায় সংগঠনের বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখা আয়োজিত মাদরাসা দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাখা সভাপতি মুহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরীর সহ সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান সাকের, সহ প্রচার সম্পাদক মো. পিয়ার হাসান।

বৈঠকে উপস্থিত ছিলেন শাখা সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, আব্দুল্লাহ আল মাওসুফ, প্রচার সম্পাদক মো. ইমাদ উদ্দীন, সহ প্রচার সম্পাদক মো. আবু তাহের, অর্থ সম্পাদক মো. আরিফ উদ্দিন, অফিস সম্পাদক মো. মাছুম বিল্লাহ, সহ অফিস সম্পাদক মো. এবাদুল হক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল হোসাইন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আল আমিন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আব্দুল হামিদ খান, সদস্য মো. আব্দুর রহমান, মোস্তাক আহমদ, নুরুল হক, জাহেদ আহমদ, মো. কামিল উদ্দীন সুলতান প্রমুখ।