মহানগর বিএনপির ভার্চুয়াল মতবিনিময় সভা বুধ ও বৃহস্পতিবার

সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দুই পর্বের ভার্চুয়াল মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৮টায় মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে এবং ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে জুম এর মাধ্যমে এই ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

যথা সময়ে নেতৃবৃন্দকে উক্ত ভার্চুয়াল সভায় জুমের মাধ্যমে সংযুক্ত হতে বিনীত আহবান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকী। বিজ্ঞপ্তি