জকিগঞ্জ ছাত্রদল সবাইকে সাথে নিয়ে কাজ করতে বদ্ধ পরিকর

জাতীয়তাবাদী ছাত্রদল জকিগঞ্জ উপজেলা ও ইছামতি ডিগ্রী কলেজ শাখার নবগঠিত কমিটির উদ্যোগে এক আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্টিত হয়েছে। রবিবার দুপুর ৩ ঘঠিকার সময় উপজেলার কালিগঞ্জ বাজারে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক আবদুল জব্বার চৌধুরী রুবেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু আহমেদ ও ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জিল্লুর রহমান এর যৌথ পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার আহমদ সুজন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রায়হান আহমদ, কামিল আহমদ, শাহজাহান আহমদ, আবু তাহের চৌধুরী, গাজী জাকারিয়া। বক্তৃতারা জকিগঞ্জ উপজেলা, কলেজ পৌর কমিটি প্রধান করায় ছাত্রদলের সাংগঠনিক নেতা আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জকিগঞ্জ ছাত্রদল কে সময় উপযোগী নেতৃত্ব দিয়ে গঠন করায়, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক জনাব সিদ্দিকুর রহমান পাপলু ও কেন্দ্রীয় সাংগঠনিক টিমের নেতৃবৃন্দের সিলেট জেলা ছাত্রদল নেতৃবৃন্দ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জকিগঞ্জ ছাত্রদল সকলকে নিয়ে একসাথে কাজ করতে বদ্ধ পরিকর। সার্টিফিকেট না থাকায় যারা নেতৃত্ব থেকে বাদ পড়ে বিদ্রোহ মিছিল করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা থেকে সরে আসার আহবান জানান।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আবু বক্কর চৌধুরী লিটন, ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য ওয়াসিম জাফর প্রমুখ। বিজ্ঞপ্তি