হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধারে তৃণমূল যুবদলকে শক্তিশালী করতে হবে: শহীদ উল্লাহ তালুকদার

কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত দলনেতা শহীদ উল্লাহ তালুকদার বলেছেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সুশৃঙ্খল ও সুসংগঠিত যুবদল গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। রাজপথে যুবদলের সাহসী ভূমিকার মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রকৃতভাবে মুক্ত করার মধ্য দিয়ে আমাদের হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। যাদের ত্যাগ ও নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে এবং যুবদলের ঐতিহ্য রক্ষা করে রাজপথের আন্দোলন সংগ্রামে নেতৃত্বে দিতে পারবে তাদের হাতেই প্রত্যক ওয়ার্ড যুবদলের কমিটি উপহার দেওয়া হবে।

তিনি ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাতে নগরীর তেররতন এলাকায় তৃণমূল যুবদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে ২২ ও ২৪নং ওয়ার্ডের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আনসার উদ্দিন বলেন, বিগত সময়ে যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মামলা হামলা নির্যাতনের স্বীকার হয়েছে সেই সব নেতাকর্মীকেই যুবদলের নেতৃত্বে আনা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রকৃত মুক্তির আন্দোলন যুবদলের মাধ্যমেই শুরু হবে। যুবদলের কার্যক্রম বেগবানে আরো শক্তিশালীভাবে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. সোহেল আহমদ বলেন, বতর্মান সরকার বিরোধী দলের মতাদর্শের উপর ষড়যন্ত্র করে একের পর এক মিথ্যা মামলা, হামলা ও নির্যাতন করে তাদের মত প্রকাশের স্বাধীনতা স্তব্ধ করতে চায়। তাদের এই ষড়যন্ত্রের জবাব দিতে যুবদলের প্রত্যেক কর্মীকে প্রস্তুত থাকতে হবে। মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র, আইনের শাসন পুণরুদ্ধারে জাতীয়তাবাদী যুবদলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে।

সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতির বক্তব্যে বলেন, কেন্দ্রীয় নেতারা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূল যুবদলকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে যোগ্যদের হাতেই ওয়ার্ড কমিটি তুলে দেওয়া হবে। তিনি বলেন, বিগত সময়ে যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছে সেইসব নেতাকর্মীদের নিয়ে প্রত্যেকটি ওয়ার্ড কমিটি গঠন করা হবে।

মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন মানিক, তোফাজ্জল হোসেন বেলাল, শাহিবুর রহমান সুজান, সোহেল মাহমুদ, সাংগঠনিক টিমের দল নেতা এটিএম বেলায়েত হোসেন মোহন, সাংগঠনিক টিমের সদস্য উমেদুর রহমান উমেদ, ওসমানী গণি, নাসির উদ্দিন রহীম, ২২নং ওয়ার্ডের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম, মো. মোশতাক আহমদ, ২৪নং ওয়ার্ডের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাজিম উদ্দিন, জাকওয়ান হোসেন প্রমুখ।