রায়নগর দর্জিবন্দ এলাকায় হেয়ার এন্ড মেইক জেন্টস পার্লার এর উদ্বোধন

সিলেট নগরীর রায়নগরস্থ দর্জিবন্দ এলাকায় হেয়ার এন্ড মেইক জেন্টস পার্লার এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এই জেন্টস পার্লারটির উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল সহ অন্যান্য অতিথিবৃন্দ।

হেয়ার এন্ড মেইক জেন্টস পার্লার এর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ১৯নং ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন রাজা, আওয়ামীলীগ নেতা রুমেল আহমেদ রুমিন, মহানগর যুবলীগ নেতা সুহেল আহমদ বাবুল, বিশিষ্ট মুরব্বী হাজী ইসকন্দর আলী, ১৯নং ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ খলিল আহমদ, মাসুক আহমদ, প্রোঃ গণেশ মালাকার ও জুয়েল দাস, মিটু দেব, সুব্রত দাস, রায়হান আহমেদ, অন্তর দাস প্রমুখ। বিজ্ঞপ্তি