জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কানাইঘাট উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কানাইঘাট উপজেলা শাখার আহবায় কমিটির গঠনের লক্ষ্যে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেট শহরের এক অভিজাত রেষ্টুরেন্টে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান জনাব মাসুদ আহমদ। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এটিএম বদরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জামাল উদ্দিন। এছাড়াও বক্তব্যে রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মামুনুর রশিদ ও ইতিহাস ঐতিহ্য বিষয়ক লেখক ও বিশিষ্ট্য শিক্ষানুরাগী মোহাম্মদ মোশতাক চৌধুরী। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জাকারিয়া, আফছর উদ্দিন আহমেদ চৌধুরী, মাসুক আহমদ রুমেল, হুমায়ুন কবির, জহিরুল ইসলাম তুহেল, হুমায়ুন আজাদ, আব্দুল মালিক রিপন, সুহেল আহমদ চৌধুরী, কয়ছর আহমদ, মামুনর রশিদ , এস.এ কামরুল প্রমুখ্য।

সভায় সর্বসম্মতিক্রমে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। মোহাম্মদ মোশতাক চৌধুরী কে আহবায়ক, মোঃ জাকরিয়া ও আফছর উদ্দিন আহমদ চৌধুরী কে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, মাসুদ আহমদ, এড. মামুনুর রশীদ, গিয়াস আহমেদ, হুমায়ুন কবির, মাসুক আহমেদ রুমেল, জহিরুল ইসলাম তুহেল, হুমায়ুন আজাদ, আব্দুল মালিক রিপন, সোহেল আহমদ চৌধুরী, কয়ছর আহমদ, জাফর ইকবাল, মামুন রশীদ, খাজা আজির উদ্দিন, ফজলুল বাছিত বেলাল, মুহিত রহমান, জাহেদুল ইসলাম রুবেল ও এস. এ. কামরুল। সভায় বক্তারা আশা প্রকাশ করেন বৃহত্তর জৈন্তার দাবী দাওয়া ও অধিকার আদায়ের লক্ষ্যে উক্ত কমিটি বলিষ্ট ভুমিকা পালন করবে। সভায় আগামী ৩ মাসের মধ্যে উক্ত আহবায়ক কমিটি কানাইঘাট উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে একটি পূর্নাঙ্গ উপজেলা শাখা কমিটি গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।