সিলেট ইমার্জেন্সি হেল্পিং ইয়ূথ অর্গানাইজেশনের বৃক্ষরোপণ

 

মামুন চৌধুরী :: গাছ লাগান, ধরিত্রী বাঁচান, এই স্লোগানকে সামনে রেখে ব্যতিক্রমী সামাজিক সেচ্ছাসেবী সংঘটন ইমার্জেন্সি হেল্পিং ইয়ূথ অর্গানাইজেশন এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।

১১ই সেপ্টেম্বর শুক্রবার বিকাল ০৪ ঘটিকায় সিলেট সিটির আম্বরখানার মজুমদারি এলাকায় শতাধিক বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

 

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংঘটন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি বাসুদেব গোস্বামী , সাধারণ সম্পাদক হাবিব আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু নসর আল-মাহদি, সহ-সভাপতি শিক্ষক ও সাংবাদিক মামুন চৌধুরী, সিলেট জেলা সাবেক সভাপতি এডভোকেট মোঃ আব্দুল হালিম রায়হান, সহ সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, সহ সাংগঠনিক নজরুল ইসলাম, খালিক আহমদ , বিল্লাল আহমদ, দেলোয়ার হোসেন, ফরিদ আহমেদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত কর্মসূচিতে জলবায়ুর পরিবর্তন ও গ্রীন হাউজ প্রতিক্রিয়ার বিষয়ে আলোচনা করা হয় এবং সচেতনতার আলোকে প্রত্যেকে তিনটি করে গাছ লাগানোর জন্য শপথ গ্রহণ করা হয়।