সুনামগঞ্জ বজ্রপাতে নিহত ২

 

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সাক্কুয়ার হাওরে বজ্রপাতে ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের এক এইচ এস সি পরীক্ষার্থী ও এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটায় ইউনিয়নের উজান সাফেলা ও ভাটি সাফেলা গ্রামের সাক্কুয়ার হাওরে হঠাৎ বজ্রপাতে এ ২ জন নিহত হন। নিহতরা হলেন রেখা রানী দাস(১৮)এ তিনি ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থী ও উজান সাফেলা গ্রামের রাধিকা রঞ্জন দাসের মেয়ে এবং অপরজন হলেন কৃষক মোঃ একলাছুর রহমান(৪৫) । তিনি একই ইউনিয়নের ভাটি সাফেলা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

এ ব্যাপারে সদর হাসাপাতালের আবাসিক চিকিৎসক মোঃ রফিকুল ইসলাম জানান,কলেজ ছাত্রী ঘটনাস্থলেই মারা যান। কৃষক এখলাছুর রহমান হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লেখ্য গত দু সপ্তাহে সুনামগঞ্জ জেলায় বজ্রপাতে আজ পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।