সুনামগঞ্জের ইকবাল নগরে পৌর ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তি স্থাপন

 

সুনামগঞ্জ প্রতিনিধি :

 

সুনামগঞ্জ শহরের ইকবাল নগর এলাকায় ৬৫ শতক জায়গার উপর ৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে পৌর ডিগ্রি কলেজের ৫তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের আয়োজনে শহরের শিল্পকলা একাডেমির হাছন রাজা একাডেমির হলরুমে ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যা এডভোকেট শামছুন্নাহার বেগম শাহানার সভাপতিত্বে ও কলেজের প্রভাষক মোঃ আবু নাসেরের সঞ্চালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমস্ত্রী এম এ মান্নান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীল ীগের সভাপতি আলহাজ¦ মতিউর রহমান, জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার, পৌরসভার মেয়র নাদের বখত, সাবেক অধ্যক্ষ মোঃ আজহারুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি মল্লিক মইনুদ্দিন সুহেল ও পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেরগুল আহমদ প্রমুখ।