সাংবাদিকতা ও হক কথা ——-এম এ এইচ শাহীন

 

আসসালামু আলাইকুম-প্রীথি ও শুভেচ্ছা।শুরু করছি মহান পেশা মহৎ পেশা নিয়ে কিছু কথা ‘সাংবাদিকতা বিভাগের বিখ্যাত পন্ডিত গুণীজন (কামাল)মহোদয়ের কথার উক্তি দিয়ে তিনি বলেছেন সাংবাদিকতা বিভাগের প্রথম শ্রেণীর ডিগ্রী লাভ করে ও অনেকে পরিপূর্ণ একজন সংবাদকর্মী হয়ে উঠতে পারেনি।

বাস্তবতা অজপাড়া গাঁয়ের একটি ছেলে বিখ্যাত সাংবাদিক বনে গেছেন এ ধরনের বহু নজির পৃথীবীর বিভিন্ন প্রান্তে বিদ্যমান আছে। আজকে আমার এই লেখাটির উদ্দ্যেশ হচ্ছে একজন সংবাদকর্মী সাংবাদিক যদি জাতির বিবেক হন তাহলে তাকে কেন এতো তুচ্ছতা তাচ্ছিল্যের শিকার হতে হয়।কাউকে স্যার”না বললে ও প্রশাসনের কিছু কিছু মস্ত অফিসারেরা চোঁখ বাঁকা করে তর্কাতর্কি ও করেন।

সময়ে এখানে আমার প্রশ্ন সেই সমস্ত ব্যাক্তি গোষ্ঠি মহোদয় সমীপে। আমার কথাটা নাই বললাম আমি এতো শিক্ষিত বড় মাপের তেমন কেউ নই। সময়ের পেক্ষাপটে একজন সাংবাদিক সর্বোচ্ছ বিশ্ববিদ্যালয় এর প্রথম শ্রেণীর ডিগ্রীলাভ করে এ মহান পেশায় আসেন মানুষ মানবতা কে ভালবেসে তিনি কাজ করে যান অবিরাম এই গুণগুলো নিয়ে সততা, দেশপ্রেম, নীতিকথা নৈতিকথা, বিবেক বিচক্ষণতা বিশ্লেষণ করে।

গবেষণা,ও বুদ্ধি দিয়ে,গণমাধ্যমে যেমন(১)প্রিন্ট মিডিয়া (২)ইলেক্ট্রনিক্স মিডিয়া।(৩)অনলাইন পোর্টালে। সমাজ তথা দেশে বিদেশে নানা সংবাদ ঘটনা প্রবাহ সংগ্রহ করতে ব্যাস্ত থাকেন।সকাল থেকে বিকেল এমনকি সন্ধা,পর্যন্ত কাজশেষে ফিরেন নিজ অফিস কর্মস্হলে।নিউজ তৈরী করে অফিসিয়াল কাজগুলি সমাধান করে বিশ্রাম ঘরে নিজের বাসাতে ফিরেন।

এমনকি বৃদ্ধা মা-বাবা এবং আদরের সন্তানের খোঁজ খবর নিতে ও ভুলে যান যখন ফিরেন দেখেন তারা সবাই গভীর ঘুমে তাদের সাথে আর কথা বলা হয়ে উঠেনি।নুন আনতে পান্তা পোড়ায় অল্পতেই সন্তুষ্ট থাকেন পরের দিন আবার রুটিন মাফিক কর্মব্যস্ততায় এরই নাম সাংবাদিক ও সাংবাদিকতা।

সেই হীনমনস্ক ব্যাক্তি ও অফিসার ক্ষমতাশালী মানুষদের কে বলছি মনে রাখতে হবে। একজন সাংবাদিক আপনার অধীনস্হ কোন কর্মচারী নন। প্রশাসনের বেতনভোগী যিনি আপনি আমলা হোন অফিসার হোন আপনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী। সাংবাদিক তিনি স্বাধীন ও মহৎ পেশায় কাজ করেন দেশ জাতির সমাজ উন্নয়নের কথা লিখে তুলে ধরেন।

সরকার তথা বিশ্ব বিবেকের কাছে,জনপ্রতিনিধিরা ৫বছর পরপর পরিবর্তন হন কিন্তু একজন কলম সৈনিক লিখে যান অবিরাম মৃত্যুর আগ মূহর্ত পর্যন্ত।সম্মান দিলে সম্মান মিলে.আসুন আমাদের উপর অর্পিত নিজ নিজ দ্বায়িত্ব পালন করি।এক হয়ে অন্যায়ে আমরা লড়ি হিংসা. বিদ্ধেষ মুক্ত,সাম্প্রদায়িক ঐক্য সম্প্রীতির দেশটা গড়ি।

(লেখক-কবি:সম্পাদক দৈনিক একাত্তর বাংলা)।