সিলেটে নতুন করে করোনা শনাক্ত ১৬ জন

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেট বিভাগে নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবারের পরীক্ষায় ১৮৮ জনের মধ্যে ১৬ জনের রিপোর্ট পজেটিভ ধরা পড়ে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ওই পরীক্ষা হয়। এই ১৬ জনের করোনা শনাক্ত হয়।

শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে সিলেটে ৫, সুনামগঞ্জ ৮ ও হবিগঞ্জে ৩ জন রয়েছেন। বৃহস্পতিবার মৌলভীবাজারে কোনো নতুন রোগী শনাক্ত হননি।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বৃহস্পতিবার ওসমানী মেডিকেলের করোনা পরীক্ষাগারে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা পজেটিভ আসে।

এনিয়ে সিলেট বিভাগে মোট ৪৯ জন করোনা রোগী শনাক্ত হলেন। এরমধ্যে এক চিকিৎসকসহ দুজন মারা গেছেন। বুধবার ওসমানীতে পরীক্ষায় ১৩ জনের করোনা পজেটিভ আসে।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখেলেছুর রহমান উজ্জ্বল জানিয়েছেন তার জেলায় বৃহস্পতিবার নতুন করে বাহুবল, আজিমিরিগঞ্জ ও মাধবপুরে একজন করে রােগী শনাক্ত হয়েছেন। এদের একজন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার। বাকী দু‘জন নারী।