কনাইঘাটের আলা উদ্দিন মারা গেছেন নিউইর্য়কে

 

কানাইঘাট প্রতিনিধি:

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় আলা উদ্দিন নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তিনি সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী পূর্ব গ্রামের বাসিন্দা ছিলেন।

৭০ বছর বয়স্ক আলা উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১১ এপ্রিল সেখানকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। দেশে থাকা আলা উদ্দিনের ভাতিজা মুফতী রেজাউল করিম আবরার বিষয়টি নিশ্চিত করেছেন।