করোনা : বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কর্মসূচি

 

ডেস্ক রিপোর্ট:

মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: কাওসার আহমেদের নেতৃত্বে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

মহামারী করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরী করতে গ্রামের সাধারণ মানুষদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ এবং প্রয়োজনীয় সামগ্রী মাস্ক, হ্যান্ড গøাভস, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, জীবাণুনাশক স্প্রে প্রদান এবং সেনাবাহিনীর সাথে সমন্বয় করে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং এবং লিফলেট বিতরণ সহ বিভিন্ন জনবান্ধব কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রলীগ। গত ২৪ শে মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি কাওসার আহমেদ ।

কাওসার আহমেদ আরো জানান, শিক্ষা, শান্তি আর প্রগতির পিতা মুজিবের আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে অতীতেও অসহায় মানুষের পাশে ছিল, বর্তমানে মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় ছাত্রলীগ পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে ।