গোলাপগঞ্জে অসহায়দের পাশে বীর মুক্তিযোদ্ধা শরফ উদ্দিন

 

ডেস্ক রিপোর্ট:

৫০টি পরিবারের গরীব ও অসহায় মানুষের মাঝে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করলেন বীর মক্তিযোদ্ধা শরফ উদ্দিন। বুধবার সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ৮নং ভাদ্বেশরের ৮নং ওয়ার্ডে নিজ গ্রাম শেখপুর গোটায় গরীব ও অসহায় মানুষকে খাদ্য বিতরণ করেন তিনি।

এসময় তার সাথে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আাহাদসহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে বীর মুক্তিযোদ্ধা শরফ উদ্দিন বলেন, সমাজের অসহায়দের পাশে সামর্থবানদের দাঁড়ানো উচিত। অসহায়দের এসব সহায়তার ফলে একটু হলেও হাসি ফুটবে তাদের পরিবারে। তিনি সমাজের বিত্তশালীদের অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।