সিলেট ধোপাগুলে গোধূলির মাস্ক ও সাবান বিতরণ

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোধূলি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে করোনা প্রতিরোধে ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত ধোপাগুল গ্রামের বিভিন্ন বাড়ি ঘরের ও পথচারীদের মধ্যে করোনা প্রতিরোধে গণসচেতনতার জন্য মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সংস্থার সভাপতি নুরুল আমিন, সহ সভাপতি কবির হোসেন, সাবেক সহ সভাপতি মুক্তার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মিয়া, সাধারণ সম্পাদক তারেক হোসেন মিটু, সাংগঠনিক সম্পাদক আশফাক আহমদ, সমাজকল্যান সম্পাদক লোকমান হুসেন, অর্থ সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক আব্দুল হক, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক রাজন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক সালাউদ্দিন মিয়া, কার্যকরি সদস্য ফরিদ উদ্দিন, রাজু আহমদ, হাবীব আহমদ, মুন্না মিয়া, রব্বানি আহমদ, নাজমুল ইসলাম নাঈম, রাসেল আহমদ, ময়নুল ইসলাম ফাহিম, শামীম আহমদ, সাজ্জাদ হোসেন, রুহেল, ফখরুল ইসলাম, রিয়াদ আহমদ, হৃদয়, নাছিম ও রেদওয়ান।

এছাড়া সংস্থার পক্ষ থেকে শনিবার ১০০ দরিদ্র পরিবারকে ৫ কেজি করে চাল আর ১ কেজি ডাল বিতরণ করা হবে।