সিলেটে দিনমজুর মানুষের মধ্যে তরুণদের ত্রাণ বিতরণ

 

ডেস্ক রিপোর্ট:

মানবতার ডাকে সাড়া দিয়ে চলমান দুর্যোগকালে দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে সিলেটের একদল তরুণ। ২৫ মার্চ বুধবার দুপুরে নগরীতে রিকশাচালক, দিনমজুরসহ গরীব মানুষের হাতে তারা তুলে দিয়েছে চাল, ডাল, তেল ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের প্যাকেট।

কোনো সাংগঠনিক পরিচয় ছাড়া কেবলমাত্র মানবতাবোধ থেকে এই কাজে নেমেছেন বলে জানান গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নের তরুণ আবজল। তার সাথে ছিলেন একই এলাকার আরিফ, মাজেদ, রুবেল, ইকবাল, মাহবুব, সাহেল, কাউছার, লায়েক, তমাল, রায়হান, রাজু ও জুনায়েদ। তাদের আশা, সমাজের অন্য বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে অসহায় মানুষেরা উপকৃত হবেন।

শহরের কিং ব্রিজ, বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, কাজীরবাজার ব্রিজসহ অন্যান্য জায়গায় ভ্রাম্যমাণ গাড়িতে করে এসব সহায়তাসামগ্রী তুলে দেওয়া হয় দুস্থ ও অসহায় মানুষের হাতে।

পাশাপাশি এ সময় তরুণদের পক্ষ থেকে সবাইকে যার যার ঘরে থাকার আহবান জানিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।