সিলেটে উদীচীর সাবান বিতরণ

 

ডেস্ক রিপোর্ট:

করোনাভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে ও সচেতনতামূলক শ্রমজীবী ও চা শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে সাবান বিতরণ ও সচেতনতামুলক প্রচারণা চালিয়েছে উদীচী সিলেট।

বুধবার লাক্কাতুরা চা বাগান ও পাঠানটুলা করেরপাড়া বস্তিতে সাবান বিতরণ ও প্রচারণা চালান উদীচী সিলেটের কর্মীরা। চা শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে এবং করেরপাড়ার কয়েকটি বস্তিতে ঘরে ঘরে সীমিত কয়েকজন সদস্য গিয়ে করোনা প্রতিরোধে করণীয় ও হাত ধৌয়ার জন্য সাবান বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উদীচী সিলেটের সহ সভাপতি মাধব রায়, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, দপ্তর সম্পাদক সন্দীপ দেব, ব্যবসায়ী ইসলাহ উদ্দীন মাহবুব, লাক্কাতুরা চা বাগান উদীচী শাখার সাধারণ সম্পাদক কাজল গোয়ালা, বেলী দাস প্রমুখ।

নির্দিষ্ট দূরত্ব ও করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে এসময় তারা মাস্ক, হাতের গøাভস্ ও চশমা পরে চা শ্রমিক জনগোষ্ঠী ও করেরপাড়া বস্তিবাসীকে নিরাপদ দূরত্ব বজায় রাখা (৬ফুট), বারবার হাত ধোয়া এবং ঘরের অবস্থানে পরামর্শ দেন। বাংলাদেশ সরকার ও বিশ্বস্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চলার আহবান জানান নেতৃবৃন্দ।