ব্রিটেনে কাউন্সিলর নির্বাচিত হলেন ছাতকের রুহুল আমিন

 

ছাতক প্রতিনিধি :

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে শেডওয়েল এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন ছাতকের রুহুল আমিন।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১ হাজার দুইশত ৭০ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ব্রিটেনের লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রুহুল আমিন ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের বাসিন্দা।

তিনি কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য, রুহুল আমিন ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাছাড়া দীর্ঘদিন থেকে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন।

রুহুল আমিনকে কাউন্সিলর নির্বাচিত করায় তিনি শেডওয়েল এলাকায় বসবাসরত লেবার পার্টির সকল কর্মী, সমর্থক ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।