সিলেট শাহপরান উপশহর লকডাউন

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেট শহরতলির শাহপরান এলাকার শাহপরান উপশহর লকডাউন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে ওই লকডাউনের ব্যবস্থা করেন।

স্থানীয় মা মনি কিন্ডার গার্টেনের চেয়ারম্যান সাংবাদিক মুজিবুর রহমান ডালিম জানান, বুধবার শাহপরান উপশহরের বাসিন্দারা আলোচনার মাধ্যমে ওই এলাকা লকডাউনের সিদ্ধান্ত নেন। এর পরপরই ওই এলাকার প্রধান গেট বন্ধ করে দিয়ে লকডাউন সিদ্ধান্ত কার্যকর করেন।

করোনাভাইরাস বিস্তাররোধে শাহপরান উপশহরের বাসিন্দারা ওই পদক্ষেপ নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই লকডাউন কার্যকর থাকবে।