সিলেট লাক্কাতুরা চা বাগানে ৫ জুয়াড়ী গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকায় র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে ৫ জুয়াড়ীকে গ্রেফতার করেছে। ১৮ মার্চ রাতে ওই অভিযান চালানো হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প), র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি নাহিদ হাসান ও এএসপি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ টিটন মিয়া (৩১), পিতা- মৃত আনফর আলী, সাং- ভাটগাঁও, থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ, বর্তমান সাং- কুমারপাড়া, থানা- কোতোয়ালী, এসএমপি সিলেট, ২। মোঃ বাপপি আহমেদ (২৭), পিতা- মৃত জামাল আহমেদ, সাং- নূরুল­াচর, থানা-বারহাট্টা, জেলা- নেত্রকোনা, ৩। মোঃ শাহ আলম (৪১), পিতা- মৃত আনা মিয়া, সাং- কুমার পাড়া ,থানা- কোতোয়ালী, এসএমপি সিলেট, ৪। মোঃ আব্দুল গফফার (৩১), পিতা- মৃত হোচেন আলী সাং-দোল­া, থানা- দিরাই, এসএমপি সিলেট, ৫। মোঃ মুনছুর (৩৯) পিতা -মৃত আবুল, সাং-কল­কলি, থানা- জগোন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ।

গ্রেফতারকৃতদের আলামতসহ এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।