সিলেট নগরীতে স্বপ্ন ফাউন্ডেশনের মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ

 

ডেস্ক রিপোর্ট:

স্বপ্ন রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ও সমাজসেবী পিংকু দাসের সহযোগীতায় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে সিলেট নগরীতে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় নগরীর ক্বিন ব্রিজ সংলগ্ন এলাকায় মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করেন ফাউন্ডেশনের সদস্যরা।

বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আরাফাত হোসাইন রাহেল, সহ সভাপতি রতন দেব নাথ, সহ সাধারণ সম্পাদক মুন্সি আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন হক, সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন ফাহাদ, শেখ রাসেল, অর্থ সম্পাদক মঈন খান, প্রচার সম্পাদক জয় রায় হিমেল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ শিবলী, কার্যনির্বাহী সদস্য খোকন আহমদ বাচ্চু, সদস্য মাসুদুর রহমান অপু, আবু বক্কর খান, মোস্তাক আহমদ, ফরিদ আহমদ, মারওয়ান আহমদ, জেনি পপি প্রমুখ।

এ সময় প্রায় ২শ’ সাধারণ মানুষের মধ্যে মাস্ক, সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।