সিলেট বিভাগে ১২১৪ জন কোয়ারেন্টিনে

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেট বিভাগের ১২১৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনাভাইরাস ঠেকাতে সতর্কতা হিসেবে ওই পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সংবাদ মাধ্যমকে জানান গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে ৩৩২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তন্মধ্যে সিলেট জেলায় ১০৪ জন, সুনামগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ১০১ জন এবং হবিগঞ্জে ৭৯ জন কোয়ারেন্টিনে আছেন।

তিনি জানান, সিলেট বিভাগের সিলেট জেলায় ৬৮২ জন, সুনামগঞ্জ জেলায় ৯১ জন, মৌলভীবাজার জেলায় ৩১৭ জন এবং হবিগঞ্জে ১২৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এসব ব্যক্তিদের সিংহভাগই প্রবাসী। বাকিরা তাদের পরিবারের সদস্য।