জকিগঞ্জে এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার আমলসিদ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশনায় ১৯ মার্চ রাতে ওই অভিযান চালানো হয়েছে।

সিলেট জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম স্বাক্ষরিত শুক্রবার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুন নাসেরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। চেকপোস্টে একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেয়। সংকেত অমান্য করে প্রাইভেট কারটি পালিয়ে যেতে থাকলে পুলিশ ধাওয়া করে। ধাওয়ার মুখে মাদক ব্যবসায়ীরা প্রাইভেট কারটি ফেলে পালিয়ে যায়। পুলিশ ওই কারে তল্লাশি করে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে। প্রাইভেট কারটি পুলিশ জব্ধ করেছে।

এই চালানটি পরিবহনের কাজে মূল নেতৃত্বে ছিল জকিগঞ্জের আমলশীদ গ্রামের আঃ মতলিবের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী মিছবাহ উদ্দিন। পলাতক আসামিদের গ্রেফতারে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, যুব সমাজকে মাদকের করাল গ্রাস হতে রক্ষা করতে থানা পুলিশের এমন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।