সিলেটে ইয়াবাসহ গ্রেফতার ২

 

নিজস্ব প্রতিবেক:

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়বাসহ ২ জনকে গ্রেফতার করেছে। এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ মার্চ রাত দশটার দিকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করে। গ্রেফতার জাবেদ মিয়া নগরীর মজুমদারপাড়া এলাকার বাসিন্দা।

নগর গোয়েন্দা পুলিশ ১৮ মার্চ রাত ১১ টার দিকে সিলেট দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় অপর অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ১ জনকে গ্রেফতার করে। গ্রেফতার আশরাফ আলী মোমিনখলার বাসিন্দা।